ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ঈদের আগেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০৬:৫২ পিএম


loading/img
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

আগামী দুই-একদিনের মধ্যে অর্থাৎ ঈদের ছুটির আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য কমিশন গঠন করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তারা এ দাবি জানান।

শিক্ষার্থীদের মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, মে মাসের প্রথমার্ধে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সে কথা রাখেনি। গণঅভ্যুত্থানের ৯ মাস অতিবাহিত হলেও ডাকসু নির্বাচনের কোনও ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।

বিজ্ঞাপন

একটি গোষ্ঠী ডাকসু নির্বাচন বন্ধ করতে চায় বলেও এ সময় অভিযোগ তোলেন তিনি।  

1016

মোসাদ্দেক আলী বলেন, সর্বশেষ প্রশাসন একটি টাইমলাইন ঘোষণা করেছিল। কিন্তু সে অনুযায়ী তারা তা করতে পারেনি। আগামী দুই-একদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি তফসিলও ঘোষণা করতে হবে। 

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার তৎপরতা যদি অব্যাহত থাকে, তাহলে ছাত্র-জনতা আবার রাজপথে নেমে আসবে জানিয়ে তিনি আরও বলেন, দয়া করে ডাকসু ও নিরাপত্তা ইস্যু মুখোমুখি দাঁড় করাবেন না। নিরাপত্তা নিয়ে সমস্যা হলে শিক্ষার্থীরা ক্লাস করতে আসত না।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে ভোটার তালিকা চূড়ান্ত করে মাসের মাঝামাঝি ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন গঠন করার কথা ছিল। কিন্তু মে মাসের তৃতীয় ভাগে পড়লেও এখনও কোনো কমিশন গঠন করা হয়নি। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |